ঘুরিফিরি, লেখি, আঁকি করি যা ইচ্ছে তাই
আমি আকাশ জুড়ে স্বপ্ন বুনি- কাজ একটাই।

অনুভূতির দেয়াল

যে অনুভূতি গুলো তোমার আমার আমাদের। কখনো আমরা সেই অনুভূতি গুলো নিজে অনুভব করি কখনো বা সেই অনুভূতি গুলো লিখি ডাইরিতে, আমি আমার সেই কথাগুলো সাজাই এই অনুভূতির দেয়াল।

কাঁচা হাতের কাজ

মন খারাপের দিন আছে বলেই,
ভালো দিনের আশায় থাকি
পারি না তাতে কি!
কাঁচা হাতেই স্বপ্ন আঁকি!

সময়ের সাথে ফ্রেম বদলায়